লালমোহনে দেশ সেরা শ্রেণি শিক্ষককে সংবর্ধনা 

লালমোহনে দেশ সেরা শ্রেণি শিক্ষককে সংবর্ধনা 
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন শিক্ষিকা হোসনে আরা বেগম নাহার। ছবি: লালমোহন নিউজ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ মাধ্যমিক পর্যায়ে দেশসেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়া হোসনে আরা বেগম নাহারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলার অ্যাম্বেসেডরদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। হোসেনে আরা বেগম নাহার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক হালদার। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা মাধ্যমিক রিসার্স কর্মকর্তা নূরে আলম ছিদ্দিকী, লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, অ্যাম্বেসেডর তাছলিমা হোসাইনসহ আরো অনেকে।

লালমোহননিউজ/ -এইচপি