ছেলের মারপিটে বাবার মৃত্যু

গাজীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা ওসমান গনি অবশেষে মারা গেছেন। সোমবার (১৯ জুন) রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। এর আগে শনিবার তাকে মারপিট করা হয়।
মঙ্গলবার খবর পেয়ে কাশিমপুর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসমান গনি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, ওসমান গনির ছোট ছেলে শরিফুল ইসলাম (৩০) বেশ কিছু দিন ধরে মাদকের সঙ্গে জড়িত। মাদক সেবনের জন্য শরিফুল ইসলাম প্রায়ই তার বড় ভাই শফিকুল ও তার বাবাসহ পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতেন। টাকা না দিলে সে ঝগড়া বিবাদ করতেন এবং মাঝে মধ্যে ঘর থেকে ফ্রিজ, আইপিএস, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র পরিবারের সদস্যদের অজান্তে বিক্রি করে দিতেন।
শনিবার (১৭ জুন) শরিফুল ইসলাম তার বাবার কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। পরে ঐদিন রাত পৌনে ১১টার দিকে সারদাগঞ্জ রাইসমিলের পাশে হাবিব মার্কেটের সামনে শরিফুল ইসলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে বাবা তার কাছে জানতে চায় ঘরের জিনিসপত্র কেন বিক্রি করে দিয়েছে। এনিয়ে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় শরিফুল লাঠি দিয়ে তার বাবাকে এলোপাতাড়িভাবে মারপিট করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের তাকে উদ্ধার করে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে। পরে সোমবার (১৯ জুন) রাতে তাকে বাড়িতে নিয়ে গেলে রাত ২টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, বাবাকে মারধোরের পর ছেলেরা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছিল। যার কারণে আগের ঘটনায় মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
-এইচপি