এম.ইউ. মাহিম: অবাধ তথ্য প্রযুক্তির যুগে দেশ যেমন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে অনলাইন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের অসংখ্য নারী/পুরুষ ইতোমধ্যে অনলাইন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে অন্যান্য সাধারণ ব্যবসার মতো এ ব্যবসাতেও সফলতা লাভ করছেন। যুগের সঙ্গে তাল মেলাতে অনলাইনের মাধ্যমে কেনাকাটার প্রতি জনগণের ঝোঁক দিনে দিনে বাড়ছে।
আর এ বিষয়টিকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন অনলাইন ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা।কারণ হিসেবে তারা বলছেন, দেশে অনলাইনে ব্যবসা চালু হওয়ায় অনেক ক্ষেত্রেই জনগণকে কষ্ট করে মার্কেটে যেতে হচ্ছে না। বরং জনগণ বা ক্রেতা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তার পছন্দের জিনিসটি অর্ডার দিয়ে দ্রুততম সময়ের মধ্যে কিনতে পারছেন। আবার এক্ষেত্রে বিল পরিশোধও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারছেন। ফলে কোন ঝামেলা না থাকায় অনলাইন ব্যবসা মানুষের জীবনকে স্বাচ্ছন্দময় ও সহজ করে তুলছে।
অনলাইন ব্যবসা প্রসঙ্গে অনলাইন শপ "ভোলা ফুডসের" সত্ত্বাধিকারী অনিমেশ সরকারের সঙ্গে আলাপকালে তিনি জানান, তথ্য-প্রযুক্তির এই যুগে জীবন-জীবিকার জন্য এখন অন্যের ওপর নির্ভরশীল হওয়ার কারণ নেই। দৃঢ় ইচ্ছাশক্তি, ধৈর্য, সঠিক পরিকল্পনা আর মেধা থাকলে এখন ঘরে বসেই অনলাইন ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সহজেই সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। এমনকি হতে পারেন সফল একজন উদ্যেক্তাও।
তিনি ২০১৪ সাল হতে অনলাইন ব্যাবসা শুরু করলেও ২০২০ সালে এসে নিজেকে ভালো অবস্থানে আনতে সক্ষম হয়েছেন বলে জানান। অনলাইন ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠার কারণ প্রসঙ্গে বলেন, ছোট বেলা থেকেই তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল। অনলাইন ব্যবসার ভবিষ্যৎসহ নানা দিক চিন্তা-ভাবনা করে শেষ পর্যন্ত তিনি অনলাইন ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ফেসবুকের মাধ্যমে প্রতিষ্ঠা করেন "ভোলা ফুডস" নামক অনলাইন শপ।
তিনি জানান, তাঁর অনলাইন শপে ভোলা- বরিশালের নদীর ইলিশ,পাঙ্গাস,আইর, কোরাল, পোয়া,বাটা এছাড়া সামুদ্রিক ও হাওরের যাবতীয় টাটকা মাছসহ বগুড়ার মিষ্টি দই, ভোলার মহিষের দুধের তৈরি টক দই পাওয়া যায়। ক্রেতারা তার অনলাইন শপ থেকে ছবি দেখে পছন্দের ও প্রয়োজনীয় জিনিসপত্র বাছাই করেন। এরপর বাছাইকৃত জিনিসপত্র কেনার জন্য অনলাইনের মাধ্যমেই অর্ডার করেন। অর্ডার অনুযায়ী তিনি ক্রেতাদের কাছে জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
অনলাইন ব্যবস্যার ক্ষেত্রে চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বিষয় হচ্ছে ক্রেতার বিশ্বস্ততা অর্জন করা, যা অনেকটাই কঠিন। তবে একবার বিশ্বস্ততা অর্জন করলে পরবর্তীতে সমস্যা হয় না। বেকার না থেকে তিনি শিক্ষিত তরুণদের অনলাইন ব্যাবসায় সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
-এইচপি