স্বপ্নে দেখা লটারির টিকিট কিনে তরুণীর ভাগ্য বদল

স্বপ্নে দেখা লটারির টিকিট কিনে তরুণীর ভাগ্য বদল
প্রতিকী ছবি

স্বপ্নে দেখেছিলেন কয়েকটি সংখ্যা। আর সেই সংখ্যা মিলিয়ে লটারির টিকিট কেটেছিলেন অস্ট্রেলিয়ার এক তরুণী। আর তারপরই কেল্লা ফতে! জিতে নিয়েছেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা)।

জ্যাকপট জিতে তরুণী নিজেও যেন নিজের ভাগ্যের উপর বিশ্বাস করতে পারছেন না। আর সেই খবরটি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ার একটি সংস্থার লটারির টিকিট কেনেন সেই তরুণী। টিকিট কাটার সময়েই তার মনে আসে স্বপ্নের নম্বরের কথা। যদিও তখনও কি তিনি জানতেন তার স্বপ্নের নম্বরই জ্যাকপট এনে দেবে! এরপর গত ২ মে খুলে যায় তার ভাগ্য। সেদিনই ৭ কোটি টাকার জ্যাকপট পেয়ে যান তিনি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণ-পূর্ব এলাকার ভিক্টোরিয়ায় থাকেন ওই ভাগ্যবান তরুণী। যিনি সাতপাঁচ না ভেবেই লটারির টিকিট কাটার কথা ভেবেছিলেন। এমনকী লটারি কেটে তিনি বিষয়টি বেমালুম ভুলেও গিয়েছিলেন। হঠাৎ আপন খেয়ালেই গত ২ মে ওই লটারির সাইট খোলেন তিনি। আর তারপর যা দেখেন তাতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয় তার। বুঝতে পারেন তার স্বপ্নে দেখা নম্বরই তাকে জ্যাকপট এনে দিয়েছে। স্বপ্ন নাকি বাস্তব, কিছুই যেন ঠাওর করতে পারছিলেন না তিনি।

শুধু লটারির জন্য নয়, স্বপ্নে দেখা সংখ্যা তরুণী আরও বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। তাছাড়া তিনি যে সবসময় লটারি কাটেন এমনটাও নয়। এক্ষেত্রে অবশ্য নিজের স্বপ্নের নম্বরগুলো আদৌ ভাগ্য খোলে কিনা দেখার জন্যেই তিনি লটারির টিকিট কেটেছিলেন। আর তাতেই যে তার এত বড় প্রাপ্তিযোগ ছিল, তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও আচমকা এত টাকা একসঙ্গে পেয়ে তিনি কী করবেন তা এখনো ভেবে দেখেননি তরুণী।

সূত্র: নিউজ ডটকম, দ্য মেট্রো

-এইচপি