চরফ্যাশনে বনবিভাগের চেক বিতরণ

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা বনবিভাগের আয়োজনে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বনের উপর নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ৪ জন সুবিধাভোগীর মাঝে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার চরমানিকা বনবিটের আওতাধীন রুদের বাজার কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকারভোগীদের মাঝে এসব চেক হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সুফল প্রকল্পের কর্মকর্তা মো.দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও ভোলা বিভাগীয় বনকর্মকর্তা ড.মো.জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী উপপ্রধান কামরুল ইসলাম কামাল, বিশেষ অতিথি ছিলেন প্রশিকার প্রোগ্রাম পরিচালক এ একে এম হাসান সাঈদ, উপপরিচালক আব্দুর রহিম, ও নজরুল নগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রুহুল আমিন।
এছাড়াও চরমানিকা বনবিট কর্মকর্তা আবুল কাসেমসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুফল প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,সুফল প্রকল্পের মাধ্যমে বনের ওপর নির্ভর না হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে অনেক নারী-পুরুষ।
ফলে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে বন ও জীববৈচিত্র্য। বননির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠী এই অর্থের দ্বারা তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
লালমোহননিউজ/ -এইচপি