লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার শিক্ষার্থীদের সবক দিলেন বাটামারা পীর

আনুষ্ঠানিক-ক্লাস-উদ্বোধন

লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার শিক্ষার্থীদের সবক দিলেন বাটামারা পীর

ভোলা জেলার প্রসিদ্ধ আলেম বাটামারা পীর সাহেব এর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান। শনিবার সকালে লালমোহন পৌরসভার মাষ্টার পাড়া এলাকায় এ প্রতিষ্ঠানের নতুন বছরের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাটামারা পীর মাওঃ মোঃ মুহিববুল্যাহ শিক্ষার্থীদের সবক শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, শৈশব থেকেই শিশুদের  ইসলামিক শিক্ষা দেওয়া উচিৎ। শিশুকাল থেকে ইসলামিক শিক্ষা থাকলে বড় হয়ে আর বিপথগামী হবে না। তিনি বলেন, বয়স্ক হয়ে শিক্ষা গ্রহণ করা পানির উপর নকশা করার মতো।  
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট মোঃ রাহমাতুল্লাহ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিচালক এম.এ হাসান, একে আজাদ, আজিজুল হক, মাওলানা ফরিদ উদ্দিন প্রমূখ।  
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খালেদ হোসাইন এর পরিচালনায় এসময় বিভিন্ন অভিভাবকগণও উপস্থিত ছিলেন। এই বছর নতুন উদ্যোমে ইসলামিক ও নৈতিক শিক্ষার লক্ষ্য নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনকালে প্রায় ২শতাধিক শিক্ষার্থী ক্লাসের সূচনা করেন।