মনপুরার মেঘনায় তিন ট্রলার ডুবে নিখোঁজ ২০ জেলে
 
                                    ভোলার মনপুরার মেঘনার শেষপ্রান্তে প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে মনপুরার দুটি ও নোয়াখালী জেলার সূবর্ণচরের একটি। ডুবে যাওয়া তিনটি ট্রলারের মধ্যে মনপুরার দুই ট্রলারে থাকা ৩৬ জেলের মধ্যে ২০ জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে মালিকপক্ষ।
বুধবার সকাল ১০টায় মনপুরার মেঘনার শেষপ্রান্ত চরনিজামের পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় এ ঘটনা ঘটে। ট্রলারডুবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল ও মনপুরার ডুবে যাওয়া দুই ট্রলারের আড়তদার এনাম হাওলাদার।
এদিকে খবর পেয়ে বেলা ১১টায় ডুবে যাওয়া ট্রলারের আড়তদার এনাম হাওলাদার নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে মনপুরার জনতা ঘাট হতে আরেকটি ট্রলার নিয়ে চরনিজামের দিকে রওনা হয়েছেন।
ডুবে যাওয়া ট্রলার তিনটি হলো- মনপুরার নান্নু মাঝির ট্রলার এফবি আয়শা ও দুলাল মাঝির ট্রলার। অপরটি নোয়াখালীর সূর্বণচরের নয়ন মাঝির ট্রলার এফবি মায়ের দোয়া। এর মধ্যে মনপুরার ডুবে যাওয়া ২ ট্রলারের মধ্যে দুলাল মাঝির ট্রলারে থাকা ১৭ জেলের মধ্যে ৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ১১ জেলে ও নান্নু মাঝির ট্রলার এফবি আয়শা ট্রলারে থাকা ১৭ জেলের মধ্যে ৮ জেলে উদ্ধার হলেও ৯ জেলে নিখোঁজ রয়েছেন।
অপরদিকে নোয়াখালীর সূর্বণচরের নয়ন মাঝির এফবি মায়ের দোয়া ট্রলারটি ডুবে যাওয়ার সময় পার্শ্ববর্তী মনপুরার মাছ ধরার মিল্লাত মাঝির ট্রলার ওই ট্রলারে থাকা ১৪ জেলেকে উদ্ধার করে।
এ ব্যাপারে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল জানান, ডুবে যাওয়া ট্রলারের কিছু জেলে উদ্ধার হলেও ২০ জেলে নিখোঁজ রয়েছেন বলে জেলেরা জানিয়েছেন।
এ ব্যাপারে মনপুরার ডুবে যাওয়া দুইটি ট্রলারের আড়তদার এনাম হাওলাদার জানান, তিনি ট্রলার ও জেলে উদ্ধারে আরেকটি ট্রলার নিয়ে চরনিজামের দিকে রওনা হয়েছেন।
মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ট্রলারডুবির বিষয়ে কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকে জেনেছি।
এ ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. হানিফ জানান, মেঘনায় প্রবল ঢেউয়ে ট্রলারডুবির ঘটনা ঘটতে পারে। তবে মনপুরার মেঘনায় ট্রলারডুবির ঘটনা কেউ জানায়নি।
-এইচপি
 
                         লালমোহননিউজ ডেস্ক
                                    লালমোহননিউজ ডেস্ক                                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            