লালমোহনে হকিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ

লালমোহনে হকিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ

লালমোহনে হকিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চরভূতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়ার্ড কর্তৃক এই হকি বার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

উদ্বোধন করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া সভাপতি এম এ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভূতা ইউনিয়ন আমীর মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের লালমোহন উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আঃ রহমান, পৌরসভার যুব ও  ক্রীড়া সম্পাদক আব্দুল মোত্তালেব সহ বিভিন্ন পেশা ও সমাজিক ব্যাক্তিগণ। উদ্বোধনর ম্যাচে চরভূতা ১নং ওয়ার্ড একাদশ ও চরভূতা আনন্দ বাজার একাদশ অংশগ্রহণ করে। মোট ৮টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট চলবে বলে জানান আয়োজনকারী।