দুলারহাটে ইয়াবাসহ আটক তিন যুবক

ভোলার চরফ্যাশন উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দুলারহাট থানা পুলিশ চর তোফাজ্জল এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ভোলা সদরের উকিল পাড়ার বাসিন্দা হিরন হাওলাদারের ছেলে তালহা হাওলাদার, গাজীপুর রোডের বাসিন্দা মো. সিরাজের ছেলে মেহেদি হাসান ও মেহেন্দিগঞ্জের খারকি এলাকার মো. নাসিরের ছেলে মিন্টু বেপারী।
এ বিষয়ে দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোষ্টের মাধ্যমে তাদের ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি