দুলারহাটে ইয়াবাসহ আটক তিন যুবক

দুলারহাটে ইয়াবাসহ আটক তিন যুবক
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দুলারহাট থানা পুলিশ চর তোফাজ্জল এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ভোলা সদরের উকিল পাড়ার বাসিন্দা হিরন হাওলাদারের ছেলে তালহা হাওলাদার, গাজীপুর রোডের বাসিন্দা মো. সিরাজের ছেলে মেহেদি হাসান ও মেহেন্দিগঞ্জের খারকি এলাকার মো. নাসিরের ছেলে মিন্টু বেপারী।

এ বিষয়ে দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোষ্টের মাধ্যমে তাদের ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি