সাজিদের বাসা যেন সহস্র বছর আগের বিদেশি মুদ্রার ভাণ্ডার!

সাজিদের বাসা যেন সহস্র বছর আগের বিদেশি মুদ্রার ভাণ্ডার!
ছবি: লালমোহন নিউজ

সাজিদের বাসা যেন সহস্র বছর আগের বিদেশি মুদ্রার ভাণ্ডার। নিজের পড়ার টেবিল, বুক শেলফে সাজিয়ে রাখা এসব মুদ্রা সংগ্রহশালায় পরিণত হয়েছে। কেবল শখের বশে সাজিদ এই মুদ্রা সংগ্রহ শুরু করেন।

সুলতানি মুদ্রা, মুঘল আমলের মুদ্রা, ইসলামিক মধ্যযুগীয় মুদ্রা, ব্রিটিশ মুদ্রা থেকে শুরু করে আরও অনেক মুদ্রা রয়েছে তার সংগ্রহশালায়।

সাজিদের বাবা জাহাঙ্গীর আলম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। মা শাহিনুর খানম লালমোহন হাই স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সাজিদ ২০১৬ সালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৯ সালে গজারিয়া ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে ঢাকার মোহাম্মদপুর আলহাজ মকবুল হোসেন কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়েন।

সাজিদ জানান, শখের বশেই প্রাচীন এসব মুদ্রা সংরক্ষণ করেছেন। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে এসব মুদ্রা সংগ্রহ করে আসলেও কোথাও প্রচার করেনি। এসব মুদ্রা প্রাচীন ঐতিহ্য বহন করে আছে। সেই সময়কার কৃষ্টি-কালচার, সভ্যতার অনেক নিদর্শন এসব মুদ্রায় অঙ্কিত আছে। এগুলো নতুন প্রজন্মের কাছে এক অনন্য ইতিহাসের সাক্ষর হয়ে থাকবে।

তিনি জানান, তার সংগ্রহে প্রাচীন সাম্রাজ্যের ৬ শতাধিক ও সমসাময়িক এবং বিলুপ্ত প্রায় দেড়শ দেশের মুদ্রা আছে। এছাড়া সংগ্রহে রয়েছে ব্রিটিশ সময়ের রেভিনিউ স্ট্যাম্প ও বর্তমান বিভিন্ন দেশের এবং বাংলাদেশের পুরাতন স্ট্যাম্প। তবে এসব মুদ্রা ও স্ট্যাম্প সখের বশে সংগ্রহ করলেও তার ভবিষ্যৎ লক্ষ্য নিজের ক্যারিয়ার গোছানো।