নিখোঁজ সাইফুলের সন্ধান চায় পারিবার

নিখোঁজ সাইফুলের সন্ধান চায় পারিবার
ছবি: সংগৃহীত

মো.সাইফুল ইসলাম নামের (৪১) বছরের এক  যুবক চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া এলাকা থেকে হারিয়ে গেছে। তার সন্ধান চায় পারিবার। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সাইফুল ইসলাম ভোলা লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের চরটিটর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম রাউজান থানার নোয়াপাড়া এলাকার রাজমিস্ত্রীর একজন ঠিকাদার।

নিখোঁজ হওয়া সাইফুল ইসলামের গায়ের রঙ সেমলা , উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি,। নিখোঁজ হওয়ার সময় তার পরণে আকাশী রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও গায়ে কালো রঙের গেঞ্জি, মাথায় ক্যাপ ছিল।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাইফুল ইসলামের ছেলে মো. সুমন বলেন, আমার বাবা মঙ্গলবার সকালে রাজ কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর রাত হলেও বাসায় ফেরেননি। পরে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করে কোথায়ও না পাওয়ায় রাউজান থানায় সাধারণ ডায়েরি করি। কেউ যদি আমার বাবার সন্ধান পান অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।

মুঠোফোনে যোগাযোগ: ছেলে মো. সুমন : ০১৬১৬২৫৬৯৫৭, সাইফুল ইসলামের খালাতো ভাই মো. মিছির রাজমিস্ত্রীর ঠিকাদার ০১৮৩১৯৩৩৪৩১

লালমোহননিউজ/ -এইচপি