লালমোহনে যুবকের কাছে মিলল এক কেজি গাঁজা
ভোলার লালমোহনে এক কেজি গাঁজাসহ মো. দিদার বেপারী (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এরআগে, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া তেমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই যুবক একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ব্যাপারে ভোলা ডিবির পরিদর্শক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমাদের একটি ফোর্স ওই যুবককে আটক করতে সক্ষম হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি