শিশু দিবসে ফিলিস্তিনি শিশুদের ওপর নির্বিচারে বোমা হামলা ইসরায়েলের

শিশু দিবসে ফিলিস্তিনি শিশুদের ওপর নির্বিচারে বোমা হামলা ইসরায়েলের

দখলদার অবৈধ ইসরায়েলি সরকার শিশু দিবসে ‘উপহার’ হিসেবে ফিলিস্তিনি শিশুদের ওপর প্রাণঘাতী বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

মঙ্গলবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেন, দখলদার সত্তা অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।


তিনি বলেন, শিশু দিবসে (অক্টোবর ৮) শিশু হত্যাকারী ইসরায়েলি শাসক গাজার ফিলিস্তিনি শিশুদের বোমা, ক্ষেপণাস্ত্র এবং আগুনের তৈরি উপহার দিয়েছে এবং এটি গত দুই প্রায় দেড়শো নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিয়েছে। শিশুদের সম্মানে ইউনিসেফের তত্ত্বাবধানে ইরানে এ বার্ষিকী পালিত হওয়া তারিখটিকে উল্লেখ করেন তিনি।


কানানি বলেন, ফিলিস্তিনের উজ্জ্বল ভবিষ্যত আজকের শিশুদের হাতে রয়েছে যারা এই দেশের ভবিষ্যত তৈরি করবে। এটিই দখলকারী ইহুদিবাদী শাসকগোষ্ঠী সর্বদা ভয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ১৪৩ শিশু ও ১০৫ নারীসহ ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইরান বলেছে যে ফিলিস্তিনি অভিযান নিপীড়িত জাতির বিরুদ্ধে তেল আবিব সরকারের অপরাধের স্বাভাবিক এবং বৈধ প্রতিক্রিয়া।

লালমোহননিউজ/- জেডি