লালমোহনে শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে মতবিনিময়

লালমোহনে শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে মতবিনিময়
ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহনে শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেন্সি ও কমিউনিটি থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সুশীলন লালমোহন শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অবহিতকরণ ও মতবিনিময় সভা হয়। এ সময় শিশুদের সহিংসতা প্রতিরোধে করণীয় দিকনির্দেশনা ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন বক্তারা। 

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন, সুশীলনের বিভাগীয় সমন্বায়ক রেখা ইয়াসমিন, লালমোহন শাখা কর্মকর্তা লিসা খান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, গোলাম মোস্তফা, আসাদ মেলকার, রাবেয়া শিলাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি