লালমোহনে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়

লালমোহনে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়
ছবি: লালমোহন নিউজ

আরশাদ মামুন, লালমোহন: ভোলার লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলি আহমেদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক হাছনাতুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ আবদুল খালেক সওদাগর ও বিচার বিষয়ক সম্পাদক মঞ্জু তালুকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানানো হয়।

-এইচপি