লালমোহনে পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. ওমর ফারুক নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিফিউজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ওমর ফারুক ওই এলাকার মো. শাহে আলমের ছেলে।
জানা যায়, দুপুরে উঠানে খেলছিল শিশু ওমর ফারুক। এ সময় ঘরে রান্না করছিলেন ওই শিশুর মা ইয়ানুর বেগম। এর কিছু সময় পর ওমরের কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। এক পর্যায়ে ঘরের সামনের পুকুরে শিশু ওমর ফারুককে ভাসতে দেখেন তার মা। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক শিশু ওমর ফারুকের শারীরিক অবস্থা পর্যক্ষেণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি