জেএম.মমিন, বোরহানউদ্দিন থেকে: ভোলা জেলার মুক্তিযোদ্ধার হাইকমান্ডার ও ভোলা-২ (তৎকালীন বাকেরগঞ্জ-৪) আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান ওরপে বাঘা ছিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ৷
শুক্রবার বেলা ১১ টায় ঢাকায় তার নিজ বাসায় ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ৷ সে ১৯৪৪ সালের ১৪ ডিসেম্বর বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড়পাতা গ্রামে জন্মগ্রহণ করেন৷
মৃত্যুকালে ৪ ছেলে, ৪ মেয়ে এবং নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ৷
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে ভোলা জেলার মুক্তিযোদ্ধার হাইকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৷ অসামান্য অবদানের জন্য তাক্ বীর মুক্তিযোদ্ধা খেতাব দেয়া হয় ৷ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বীর দর্পে যুদ্ধ করে জয়ী হওয়ায় বাঘা ছিদ্দিক নামে এলাকায় পরিচিত লাভ করেন ৷
১৯৭৯ ও ১৯৮৮ সালের জাতীয় নির্বাচনে ভোলা-২ (তৎকালীন বাকেরগঞ্জ-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ৷ বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷
-এইচপি