মনপুরায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন আমেনা বেগম

সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আবুল কাশেম মাতাব্বরের সহধর্মিনী আমেনা বেগম।
বৃহস্পতিবার (৯মে) দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসে এসে অনলাইনে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের হাতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
তিনি বলেন, জনগণের সমর্থনকে শক্তিতে রুপান্তরিত করে মানুষের দাবি পূরণের লক্ষ্যে ভোটাররা তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ও হাজীর হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর, পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ইউজিসি চেয়ারম্যান আব্দুস সালাম মিয়াসহ আরো অনেকে।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ৫ জুন মনপুরায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
লালমোহননিউজ/ -এইচপি