লালমোহনে গাঁজাসহ আটক-২
ভোলার লালমোহনে পাঁচশত গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমোহন পৌরসভার ওয়েস্টার্ণ পাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে শুভ (২৫) এবং কলেজপাড়া এলাকার জিয়াউল হকের ছেলে নাইম (৩২)। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আল-আমিন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। বুধবার সকালে আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হবে।
লালমোহননিউজ/ -এইচপি