স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন দিলেন স্বামী

স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন দিলেন স্বামী

অনলাইন ডেস্ক:  জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেলেন এক অসুস্থ স্বামী। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লবাদ লতফর রহমান সড়কে তুষার ভিলায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ভুক্তভোগী স্বামী চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বেশ কয়েক বছর আগে। তিনি অসুস্থ হওয়ায় চলাফেরা করতে কষ্ট হয়। দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছেন। ভুক্তভোগীর স্ত্রী এ অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তার দুর্ব্যবহারের কারণে নিজের সন্তানেরাও বাসায় থাকতে পারেন না। ঐ বৃদ্ধের আপন ভাইয়েরা বাড়িতে এসে দেখা পর্যন্ত করতে পারেন না। এ অবস্থায় তিনদিন আগে তার স্ত্রী তাকে ঘরে তালাবদ্ধ করে চলে যান। তিনি এ নির্যাতনের হাত থেকে রেহাই পেতে ৯৯৯ নম্বরে ফোন করেন।


এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে সেখানে ঐ বৃদ্ধের সঙ্গে অন্য আত্মীয়স্বজনদের দেখতে পেয়েছেন। তারা কোনো লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমোহননিউজ/জেডি