চরফ্যাশনে হঠাৎ বৃষ্টিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত
হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় হঠাৎ বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় চরফ্যাশন-শশীভূষণ সড়কের বিআরডিবি অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে তানজিদ (২০) এবং উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নূর হোসেন মাঝির ছেলে ইমন (২১)। নিহত ওই দুইজন বন্ধু বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় শশীভূষণ থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে বিআরডিবি অফিস সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। তবুও তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেবেকা বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুইজন মারা গিয়েছেন।
চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি