গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় লিচুর বিচি আটকে মো. আদিল সিকদার নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর এলাকায় এ ঘটনা ঘটে।

আদিল একই ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মঈন সিকদার মঈনুর ছেলে।

জানা গেছে, পরিবারের সঙ্গে নানার বাড়ি শাহনগর এলাকার মাইজ পাড়ায় বেড়াতে যায় শিশু আদিল। সেখানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইফতেহার উদ্দীন মুরাদ বলেন, গলায় লিচুর বিচি আটকে গেলে আদিলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এইচপি