লালমোহনে মা ছাগলের মৃত্যু, স্তব্ধ দুই ছানা
ভোলার লালমোহনে বিদ্যুতের তারে জড়িয়ে একটি ছাগলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভা সুপার মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে। মৃত ছাগলটি লালমোহন বাজারের চাল ব্যবসায়ী মো. সফিউল্যাহ মিয়ার।
ওমর নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৯ টার দিকে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার কামড় দেয় ছাগলটি। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ছাগলটি। তবে ছাগলের দুইটি বাচ্চা পাশেই দাঁড়ানো ছিল। বাচ্চা দুইটি দেখে মনে হয়েছে মা ছাগলটির মৃত্যুতে তারা স্তব্ধ হয়ে পড়েছে। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে মৃত ছাগলটির দেহ তার থেকে সরিয়ে দেয়।
ছাগলের মালিক মো. সফিউল্যাহ বলেন, বাজারে রেখেই ছাগলটি পালতাম। সকালে খবর পাই বিদ্যুতের তারে কামড় দিয়ে মারা গেছে ছাগলটি। এ সময় সেখানে গিয়ে ওই ছাগলের দুইটি বাচ্চা নিয়ে আসি। মৃত ছাগলটির বয়স ১০ বছরের মতো। যার বাজার মূল্য অন্তত ১৫ হাজার টাকা।
-এইচপি