বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ মহিন (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ীতে এ ঘটনা ঘটে। সে সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জেলে বিল্লাল শিউলীর ছেলে। 

নিহতের পরিবার সূত্র জানায়, গত সোমবার সে তার মায়ের সাথে টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাস্তার মাথা এলাকায় নানা বাড়ীতে বেড়াতে যায়। বুধবার সকালে তার নানা বাড়ীর পাশের ঘরে অটোরিক্সা চার্জ অবস্থায় ছিল। এসময় সেখানে গিয়ে সে বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। 

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনর্জাচ মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

লালমোহননিউজ/ -এইচপি