দৌলতখানে খাদে উল্টে পড়লো বাস, প্রাণে বাঁচলেন ৩৫ যাত্রী
জেএম. মমিন, বোরহানউদ্দিন থেকে: ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা ভোলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, এ আর ক্লাসিক নামের বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে খায়েরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ১৬ জন যাত্রী আহত হন।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাসটি উদ্ধারে কাজ করছে। এরআগে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
-এইচপি