মেঘনা নদী থেকে ৫২ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

মেঘনা নদী থেকে ৫২ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার
চরফ্যাশনের মেঘনা নদীতে অভিযানে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: লালমোহন নিউজ

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ ৫২টি বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ টাকা। এছাড়া অভিযানে আরো উদ্ধার করা হয় ৯টি নোঙর ও বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছ।

সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর চর মানিকা ও আট কপাট এলাকায় বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে এ জাল, নোঙর ও মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া নোঙর নিলামের মাধ্যমে ২০ হাজার টাকায় বিক্রিসহ  মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র নেতৃত্বে অভিযানে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি