নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে লালমোহনের স্নেহা গণপতির সাফল্য
লালমোহন নিউজ।।
বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বরিশাল বিভাগে দারুণ সাফল্য অর্জন করেছে লালমোহনের মেধাবী শিক্ষার্থী স্নেহা গণপতি। বরিশাল বিভাগের মধ্যে লোকসংগীত ও দেশাত্মবোধক সংগীত দুই বিভাগেই যথাক্রমে ৭ম এবং ৮ম স্থান অর্জন করে সে সবার নজর কাড়ে।
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষার্থী স্নেহা ভোলা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দুই ইভেন্টেই ক-গ্রুপে ‘ইয়েস কার্ড’ অর্জন করে গত ১০ অক্টোবর বরিশাল বিভাগীয় পর্বে অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে মোট ২৭৩ জন প্রতিযোগীর মধ্য থেকে স্নেহা লোকসংগীতে ৭ম এবং দেশাত্মবোধক সংগীতে ৮ম স্থান অর্জন করে নিজের দক্ষতা ও প্রতিভার প্রমাণ রাখে।
স্নেহার এই সাফল্যের পেছনে রয়েছে তার পরিবার ও শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। স্নেহার বাবা গান্ধিভূষণ গণপতি লালমোহনের হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা কণিকা রানী উত্তর চরকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। পরিবারের অনুপ্রেরণাই স্নেহাকে সংগীতে এগিয়ে যেতে প্রেরণা জুগিয়েছে।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনরা স্নেহার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। স্নেহার সাফল্যে লালমোহনের সাংস্কৃতিক সংগঠন গীতিচয়ন শিল্পী গোষ্ঠী, তোলপাড় কৃস্টি সংসারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।