সহযোদ্ধার মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবতার সেবায় বন্ধু মহল
লালমোহন নিউজ।।
‘মানবতার সেবায় আমরা’ শ্লোগান নিয়ে পেশাগত কাজে চট্টগ্রাম ও ঢাকায় বসবাসকারী ভোলা জেলার লালমোহনবাসীদের একটি সংগঠন ‘বন্ধু মহল’। সম্প্রতি সংগঠনের চট্টগ্রাম ইউনিটের এক সদস্যের মৃত্যুতে তার পরিবারের পাশেও দাঁড়ায় সহযোদ্ধারা। সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় ‘বন্ধু মহল-মানবতার সেবার আমরা’ চট্টগ্রাম ইউনিটের তত্ত্বাবধানে ১ লক্ষ একুশ হাজার ১৫০ টাকা মৃত স্বেচ্ছাসেবীর ছোট শিশু সন্তানের নামে ব্যাংকে জমা রাখা হয়। এ উপলক্ষ্যে বন্ধু মহল-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও ভোলা জেলা ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক সহ চেকটি হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম।
বন্ধু মহল-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সংগঠনটির ৩টি শাখা রয়েছে। চট্টগ্রাম, ঢাকা এবং নিজ জন্মভূমি ভোলাতে। প্রতিষ্ঠার পর থেকে ৬০টির বেশি সেবা দেওয়া হয়েছে এ সংগঠনের উদ্যোগে। এর মধ্যে চিকিৎসার জন্য অসহায়দের অনুদান, ঘর মেরামত করে দেওয়া, বৃদ্ধাশ্রমে ইফতার বিতরণ ও বস্ত্র দান করা, দিন মজুরকে ব্যবসা ধরিয়ে দেওয়া, অসহায় কন্যার বিয়ের অনুদান দেওয়া, মাদ্রাসায় এতিম শিশুদের সাহায্যসহ বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে সংগঠনটির সদস্যরা। প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বিভিন্ন জায়গায় বসবাসকারী ভোলার সকল পেশাজীবীদের কাছে অনুরোধ করেন যে যেখানেই থাকেন সেখান থেকে যেন সকলে দেশ ও এলাকার মানুষের সেবায় এগিয়ে আসে।