লালমোহনে অসুস্থ প্রধান শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি
লালমোহন নিউজ || লালমোহন উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। ২০১৯ সালে রোগ ধরা পড়ার পর থেকে তিনি চিকিৎসাধীন থাকলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সংকটাপন্ন অবস্থার খবর জানতে পেরে ছুটে যান লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, নবীন শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
সোমবার দুপুরে শিক্ষক নেতৃবৃন্দ কামাল উদ্দিনের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন। তারা পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার বিষয়ে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, “আমরা আমাদের অসুস্থ সহকর্মী প্রধান শিক্ষক কামাল উদ্দিন স্যারের পাশে দাঁড়াতে এসেছি। তার শারীরিক অবস্থা জেনে খুব কষ্ট পেয়েছি। সমিতির পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও কোনো শিক্ষক বা কর্মচারী বিপদে পড়লে আমরা সবাই মিলে একযোগে সহযোগিতা করব—ইনশা আল্লাহ।”
এসময় প্রায় ৩০ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—
মোঃ মোছলেহ উদ্দিন, মোঃ আলমগীর, নাজিম উদ্দিন মনু, মেজবা উদ্দিন, মোঃ জাকির হোসেন, মোঃ শাজাহান, মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ।
শিক্ষক সমাজের এমন সহমর্মী উপস্থিতিতে কামাল উদ্দিনের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই দুঃসময়ে শিক্ষকদের পাশে পাওয়া তাদের মানসিকভাবে অনেক শক্তি জুগিয়েছে।
মানবিকতা, সহানুভূতি ও পেশাগত বন্ধনে গড়ে ওঠা এই উদ্যোগ শিক্ষকসমাজের ঐক্য ও আন্তরিকতারই উজ্জ্বল উদাহরণ।