বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মাঝে ১৩০ সেট স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় ক্যাম্পাসে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন। পৌর মেয়র মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এই ড্রেস বিতরণ করা হয়। 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাসের সভাপতিত্বে ড্রেস বিতরণ অনুষ্ঠানে করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম,স্কুলের সাবেক প্রধান শিক্ষক আ.ন.ম আবদুল্লাহ,মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম,স্কুলের সিনিয়র শিক্ষক তাহমিনা বেগম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

ওই সময় প্যানেল মেয়র মো. হারুন-অর-রশিদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. জুয়েল হাওলাদার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাস জানান, গত বারো বছর ধরে পৌর মেয়র ধারাবাহিকভাবে দরিদ্র ছাত্রীদের স্কুল ড্রেস দিয়ে আসছেন।

লালমোহননিউজ/ -এইচপি