নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) ভোলার ছেলে শামসুদ্দিন লেফটেন্যান্ট পদে পদোন্নতি
বিভিন্ন সংগঠনের অভিনন্দন
মোঃ জসিম জনি || নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) বাংলাদেশি সার্জেন্ট মোঃ শামসুদ্দিন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছে। সম্প্রতি আমেরিকার নিউইয়র্ক শহরে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করেন । এতে বাংলাদেশের অন্যান্যদের মধ্যে ভোলার লালমোহনের মোঃ শামসুদ্দিন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পায়।
তাদের এই পদোন্নতিতে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (BAPA) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনটি এক বার্তায় জানায়, তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের। অভিনন্দন বার্তায় (BAPA) প্রকাশ করেন “আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কমিউনিটির সেবায় অঙ্গীকার আপনাদের এই স্বীকৃতি এনে দিয়েছে। আপনাদের অর্জনে (BAPA) গর্বিত এবং ভবিষ্যতে আপনাদের আরও উন্নতি ও সাফল্য প্রত্যাশা করে।”
মোঃ শামসুদ্দিন লালমোহন পৌরসভার ১২নং ওয়ার্ডের রাঢ়ি বাড়ির মরহুম হাজি আনিছল হক মিয়ার দ্বিতীয় পুত্র। তিনি ২০১২ সালে নিউইয়র্কের পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২১ সালে তিনি সার্জেন্ট পদে পদোন্নিত পান। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে নিউইয়র্কের বর্ষসেরা পুলিশ নির্বাচিত হন তিনি।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) হল যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও সবচেয়ে পরিচিত মেট্রোপলিটন পুলিশ বিভাগ, যা নিউ ইয়র্ক সিটিতে (NEW YORK CITY) আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে কর্তব্যরত। বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারদের সংগঠন (BAPA)। বাংলাদেশি বংশোদ্ভূত আইনশৃঙ্খলা কর্মকর্তা ও অফিসারদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের সম্পর্ক গঠন করা।
এদিকে ভোলার লালমোহনের গর্বিত সন্তান মোঃ শামসুদ্দিন নিউইয়র্ক পুলিশে (NYPD) লেফটন্যান্ট পদে পদোন্নতি পাওয়ায় লালমোহনের বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় সুধি সমাজ অভিনন্দন জানিয়েছেন।