মনপুরার কলাতলী ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

লালমোহন নিউজ।।
কোস্ট ফাউন্ডেশন, সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিচ্ছিন্ন ৫নং কলাতলী ইউনিয়নে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকালে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সকাল ৯টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী ও কলাতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, কলাতলী ইউনিয়ন যুবদল নেতা নিজাম উদ্দিন শাহেদ, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মাছুয়া খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরী দাশ, চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, চর কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক সুকলাব চন্দ্র দাস, কলাতলী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন।
কলাতলী ইউনিয়ন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সভাপতি মো: আজিজল ইসলাম এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষথেকে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারি মো: ফজলুল হক।
অনুষ্ঠানে ৪১ টি ইভেন্টে ১২১ টি পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন কলাতলী সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কার্যক্রমের সদস্য, উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সদস্য, প্রবীণ কার্যক্রমের সদস্য সহ শিক্ষক, অভিভাবক, সাংবাদিকগণ, বিভিন্ন উন্নয়ন কর্মীগণসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলোয়াত করেন চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মত নাদিয়া বেগম, জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক পপি বেগম ও চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সেঁজুতি রানী দাস, তিশা রানী দাস, নিহা বেগম, মীম ও লামিয়া ।