বোরহানউদ্দিনে অভিযানকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা, আটক ১

বোরহানউদ্দিনে অভিযানকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা,  আটক ১
হামলার ঘটনায় আটক জেলে। ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে  মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনার সময় জেলেদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং ৩ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন ৷ রবিবার বিকালে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। এ সময় দুটি নৌকা জব্দ ও শাকিল নামক জেলেকে  আটক করেছে পুলিশ। 

জানাযায়, হামলাকারীরা  উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীর মাথা মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকার জেলে। বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিগনকে ইলিশ ধরতে দেখা যায়।

এদেরকে ধরতে সঙ্গীয় ৩ পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় আমাদের উপর আক্রমণ করে। এতে পুলিশ সদস্য সহ আমরা ৫ জন আহত হই ৷ আক্রমণে এএসআই হেলাল বৈঠার আঘাতে আহত হন ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়। তাদেরকে তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছেন এবং শাকিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

লালমোহননিউজ/ -এইচপি