জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার বোরহানউদ্দিন মহিলা কলেজে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্ণার উদ্বোধন করেন।
ওই সময় তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি একটি পতাকা পেয়েছি,একটি দেশ পেয়েছি। কিন্ত এর জন্য অনেক ত্যাগ,অনেক মূল্য দিতে হয়েছে। এ ইতিহাস বর্তমান প্রজন্মকে জানতে হবে।
এ সময় বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ,উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন,গভর্ণিং বডির সদস্য মো. শাহজাহান আঁকন,মো. কায়কোবাদ মিয়া,আ.ন.ম আব্দুল্লাহ,মোবাশ্বির হাসান সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি
What's Your Reaction?