ভোলায় আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত আটক

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত আটক
ছবি: সংগৃহীত

প্রতিনিধি, দৌলতখান (ভোলা): ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন চিহ্নিত ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে জেলার দৌলতখান উপজেলার খায়েরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিন সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃত তিন ডাকাত হলেন- মো. আনোয়ার হোসেন, সোহেল আহমেদ এবং হাসান আলী। এদের সবার বাড়ি দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃত জলদস্যুরা পেশাদার ডাকাত। তারা বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং চারপাশের চরে জেলে ও স্থানীয় সাধারণকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিল। স্থানীয় জনসাধারণ সাহায্য চাইলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট এলাকায় একটি বাড়ি তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫টি দেশীয় অস্ত্রসহ ১টি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও সব আলামতসহ আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।

লালমোহননিউজ/ -এইচপি