লালমোহনে অপারেশন ডেভিল হান্টে আটক ২

ডেস্ক নিউজ ।।
অপারেশন ডেভিল হান্টে ভোলার লালমোহনে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্য রাত থেকে তাদের গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ। এদের মধ্যে একজন হলেন ধলীগৌরনগর ইউনিয়নের (দক্ষিণ) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেন্টু মিয়া (৫৫) ও একই ইউনিয়নের দক্ষিণ ভেদুরিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মোঃ আমির হোসেন।
লালমোহন থানা সূত্র জনায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেন্টু মিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্ধা। তার বিরুদ্ধে লালমোহন থানায় মামলা নং-১৬, জিআর নং ১৭৯, তারিখ ২৪ আগস্ট ২০২৪ মামলা চলমান রয়েছে। মোঃ আমির হোসেন এর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।