দৌলতখানে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

চরপাতা ইউপির উপ-নির্বাচন

দৌলতখানে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক
ছবি: লালমোহন নিউজ

মো. হাছনাইন, দৌলতখান থেকে: ভোলার দৌলতখানের চরপাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (৯ মে ) রাতে দক্ষিণ চর লামছি পাতা গ্রামের ৭ নং ওয়ার্ডের চরপাতা হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান পাটোয়ারীর সভাপতিত্বে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য মির্জা মিরাজের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, ইউপি সদস্য সিডু, সাবেক ইউপি সদস্য ফরমুজল হকসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে বক্তারা বলেন, আব্দুল হাই সব শ্রেণি-পেশার মানুষের কাছে অতি পরিচিত একজন মুখ। এই ইউনিয়নের অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি যোগ্য প্রার্থী। যে কারণে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরাম এ ইউনিয়নে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তাই আওয়ামী লীগের সকলকে তার পক্ষে কাজ করতে হবে।

-এইচপি