‘সকল প্রবাসীরাই রেমিট্যান্স হিরো’

‘সকল প্রবাসীরাই রেমিট্যান্স হিরো’
প্রবাসী রেমিট্যান্স প্রবাহ ফ্রান্সের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ছবি: লালমোহন নিউজ

বাংলাদেশের অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সহায়তার জন্য ‘প্রবাসী রেমিট্যান্স প্রবাহ ফ্রান্স’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ফ্রান্স প্রবাসী কবি খান বাহাদুর আতিকুল ইসলামকে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা কৃষক আব্দুল কাইয়ুম সরকারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।

ফ্রান্সের রাজধানী শিল্প ও সাহিত্যের শহর প্যারিসে প্রবাসী বাংলাদেশীদের এক বৈঠকে এই কমিটি গঠিত হয়। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সকল প্রবাসীদের ‘রেমিট্যান্স হিরো’ হিসেবে আখ্যায়িত করে এই সংগঠনের নেতৃবৃন্দ।

‘প্রবাসী রেমিট্যান্স প্রবাহ ফ্রান্স’ এর প্রতিষ্ঠাতা কবি খান বাহাদুর আতিকুল ইসলাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের লক্ষ্যে রেমিট্যান্স হিরোরা যেভাবে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করার পাশাপাশি স্বৈরাচারের মসনদকে ঢলিয়ে দিয়েছিলো; সেই রেমিট্যান্স হিরোরাই ছাত্র-জনতার অর্ন্তবর্তীকালিন সরকার তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করেছে। বিশ্বজুড়ে এই ধারাবাহিকতা অব্যাহত রাখাই ‘প্রবাসী রেমিট্যান্স প্রবাহ ফ্রান্স’ এর উদ্দেশ্য।

তিনি আরো বলেন, যোদ্ধাদের জয় পরাজয় আছে; কিন্তু হিরোরা অজেয়। প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের প্রেরিত রেমিট্যান্সে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়। তাই বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকারকে দেশের উন্নয়নের জন্য বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং অর্থনীতিতে ভূমিকা রাখতে বাংলাদেশ থেকে আরো বেশি করে কর্মী বিদেশে পাঠাতে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

লালমোহননিউজ/ -এইচপি