লালমোহনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লালমোহনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার
লালমোহন থানায় মরদেহ, ফাইল ছবি।

ভোলার লালমোহন উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে ধারণা পুলিশের।

রায়চাঁদ বাজারের রফিক নামে এক ব্যবসায়ী জানান, যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিজের দোকানে ফিরছিলেন তিনি। এ সময় তিনি দেখতে পান অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মাটিতে শুয়ে হাত-পা নাড়ছিলেন। এরপর ওই ব্যক্তির কাছে গিয়ে রফিক দেখতে পান ধীরে ধীরে তার শরীর শীতল হয়ে যাচ্ছে। পরে রফিক  বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পরিচয় শনাক্ত করতে মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এরপর কেউ যদি ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

লালমোহননিউজ/ -এইচপি