লালমোহনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ‘এক বেলা খাবার উৎসব’

লালমোহনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ‘এক বেলা খাবার উৎসব’
ছবি: লালমোহন নিউজ

‘দেহ আর মনে ফুটবে ফুল যখনই হাসবে শৈশব, গড়বে মোদের আগামীর প্রজন্ম’ এ স্লোগানে ভোলার লালমোহনে নূরানী মাদরাসার অর্ধশত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এক বেলা খাবার উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদরাসা-ই মিফতাউল উলুমের শিক্ষার্থীদের নিয়ে এ উৎসবের আয়োজনে করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিকর ফাউন্ডেশন’।

শিক্ষার্থীদের দুপুরের এক বেলা খাবারে ছিল- বিরিয়ানি ও গরুর মাংস। এছাড়া ওইসব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে এক সেট খাতা, কলম এবং এক ডজনের একটি চকের বক্স প্রদান করা হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন রবিকর ফাউন্ডেশনের সদস্যসহ মাদরাসার শিক্ষক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রবিকর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি নওফেল বলেন, শুরু থেকেই আমাদের স্বপ্ন ছিল; সমাজের প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতের পাশাপাশি সুনাগরিক হয়ে গড়ে উঠতে সঠিক শিক্ষার ব্যবস্থা করা। সে লক্ষ্য পূরণের জন্যই আজ এই ছোট প্রচেষ্টা। বিগত দিনেও আমরা বহু সামাজিক কাজ করেছি। সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লালমোহননিউজ/ -এইচপি