চরফ্যাশনে জেলের জালে মাছের বদলে উঠলো লাশ
হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেদের জালে উঠেছে তানহা নামে ৫ বছরের এক নিখোঁজ শিশুর লাশ। রোববার বিকেলে স্থানীয় জেলেরা যমুনা ইটভাটা সংলগ্ন নদীতে মাছ শিকারের সময় ওই শিশুর লাশটি তাদের জালের সঙ্গে পেঁচিয়ে যায়।
এরপর জেলেরা ফায়ার সার্ভিসে খবর দিলে জেলেদের সহযোগিতায় তারা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত ওই শিশু চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চরযমুনা এলাকার মো. সাদ্দাম হোসেনের মেয়ে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শনিবার বিকেলে তানহাসহ দুই শিশু দুলারহাটের ঘোষেরহাট লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। এ সময় শিশু তানহা পানির স্রোতে নদীতে ডুবে যায়। ঘটনার পর থেকে আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
তবে রোববার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরী দল শিশুটিকে উদ্ধারের চেষ্টায়। পরে বিকালের দিকে স্থানীয় জেলেদের জালের সঙ্গে পেঁচিয়ে যায় ওই শিশুর লাশ। পরে জেলেদের জাল থেকে শিশু তানহার লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি