প্রাথমিক শিক্ষা পদকে লালমোহনে শ্রেষ্ঠ যারা
ভোলার লালমোহন উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মকর্তা এবং কর্মচারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই কমিটি এই তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত ওই তালিকা অনুযায়ী- শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. হালিমা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন ডাওরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাছলিমা বেগম পারভীন এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক লর্ডহার্ডিঞ্জ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ।
এছাড়াও প্রকাশিত ওই তালিকাতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন, শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসলে উদ্দিন এবং শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. বিল্লাল হোসেন।
লালমোহননিউজ/ -এইচপি