মনপুরায় নদী থেকে দুই জেলের লাশ উদ্ধার
সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীর পৃথক স্থান থেকে দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮ টায় উপজেলার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে একজনের এবং দুপুর ১২ টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরেক জনের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা মরদেহ দুইটি মেঘনা নদীতে ভাসতে দেখে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে থানায় নেন। এরপর স্বজনরা খবর পেয়ে মনপুরা থানায় গিয়ে লাশগুলো শনাক্ত করে নিয়ে যান। উদ্ধারকৃত ওই লাশ দুইটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
শনাক্ত করা লাশগুলো হলো- তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. বেলাল হোসেনের এবং মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার চর এলাকার আবু তাহেরের ছেলে আলাউদ্দিনের বলে জানা গেছে।
এ বিষয়ে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত লাশগুলো স্বজনরা শনাক্ত করে নিয়ে গেছেন। এ ঘটনায় কারো কোনো অভিযোগ ছিল না। তবে লাশ উদ্ধারের ঘটনায় থানায় দুইটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি