মনপুরায় দুই গাঁজা সেবীর অর্থদণ্ড
সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলায় গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনপুরা ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন একটি বাগান থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান।
অর্থদণ্ডপ্রাপ্ত ওই দুই মাদকসেবী হলেন- উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের মো. মালেকের ছেলে মো. মিরাজ (২৭) এবং কলাতলি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে মো. বেচু মিয়া (৩০)।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারি মনপুরা থানার এসআই মানিক লাল হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবন অবস্থায় দুই যুবককে আমরা আটক করি। পরে তাদের ইউএনও স্যারের কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
লালমোহননিউজ/ -এইচপি