লালমোহনে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ওয়ার্কশপ
ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ফুলবাগিচা বাজার এলাকায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন ইউনিয়নের আমীর মাওলানা মো. আজিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার আমীর মাওলানা আব্দুল হক।
লালমোহন ইউনিয়নের সেক্রেটারী ইসহাক মাস্টারের সঞ্চলনায় ওয়ার্কশপে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন, ঢাকার পল্টন থানার ওয়ার্ড সভাপতি মোর্শেদ আলম চৌধুরীসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং বায়তুলমাল সম্পাদকরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি