লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা

মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার এবং সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষে ভোলার লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন- ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. হানিফ মাস্টার, সহকারী শিক্ষক আজিজ বাবুল, নজরুল ইসলাম এবং মাঈনুল রনিসহ আরো অনেকে।
লালমোহননিউজ/জেডি