লালমোহনে পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. ওমর ফারুক নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক ওই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
জানা যায়, সকালের দিকে ওই শিশুর মা আকলিমা বেগম তাকে বাড়ির উঠানে খেলতে রেখে কাজ করতে ঘরে যান। এর কিছুক্ষণ পরে ওমর ফারুকের কোনো সাড়া-শব্দ না পেয়ে তাকে দেখতে ঘর থেকে বের হন। তাকে উঠানে না দেখে খুঁজতে শুরু করেন তিনি।
একপর্যায়ে ঘরের পাশে পুকুরের মধ্যে শিশু ওমর ফারুককে ভাসতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে ওই চিকিৎসক শিশু ওমর ফারুককে মৃত বলে ঘোষণা করেন।
ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।