বাবাকে খুন করে পালাচ্ছিলেন দুই ভাই

চট্টগ্রামের কর্ণফুলীতে বাবাকে খুনের পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে দুই ছেলেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দুবাইপ্রবাসী ছোট ছেলে মিজানুর রহমানকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ও সকাল ১০টার দিকে কাতারপ্রবাসী বড় ছেলে নিজাম উদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মায়ের প্রত্যক্ষ সহযোগিতায় দুই ছেলে বাবাকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এরমধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে আটক একজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরজনকে ঢাকা থেকে আনা হচ্ছে।
জানা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গোয়ালের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নুরুল হক চৌধুরী (৬৫) ঐ এলাকার নুর হোসেনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন দুই ছেলে নিজাম উদ্দিন ও মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, নুরুল হক চৌধুরী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। একসময় প্রবাস থেকে দেশে চলে আসেন। তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল ছিল। কিছুদিন আগে নুরুল হক কিছু জমি বিক্রি করেছিলেন। মূলত জমি বিক্রির জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
লালমোহননিউজ/ -এইচপি