মা দেখেন পুকুরে ভাসছে শিশু রিহানের প্রাণহীন দেহ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রিহান ওই এলাকার মো. ফারুকের ছেলে।
জানা যায়, দুপুরের দিকে ঘরের সামনে উঠানে খেলছিল শিশু রিহান। এর কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা রানু বেগম। খোঁজা-খুঁজির একর্পযায়ে ঘরের পাশে পুকুরে শিশু রিহানকে ভাসতে দেখেন তিনি। এরপর উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিহানকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো অভিযোগ না পাওয়ায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।