লালমোহনে প্রতিবন্ধী শিশুদের অনুদানের চেক এবং চিকিৎসা সরঞ্জাম প্রদান

লালমোহনে প্রতিবন্ধী শিশুদের অনুদানের চেক এবং চিকিৎসা সরঞ্জাম প্রদান
লালমোহনে প্রতিবন্ধী শিশুদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলায় প্রতিবন্ধী শিশুদের আর্থিক অনুদানের চেক এবং চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের হলরুমে এ অনুদানের চেক ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়।

লিলিয়ান ফান্ডের অর্থায়ানে, সিডিডির সহযোগিতায় এবং দ্বীপ উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে এ সময় পাঁচ জন প্রতিবন্ধী শিশুর পরিবারকে দশ হাজার করে টাকার চেক ও ১৫ জন প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা সরঞ্জামসহ ওষুধ প্রদান করা হয়। এছাড়াও দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছের ব্যক্তিগত তহবিল থেকে আরো দুইজন প্রতিবন্ধী শিশুকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এরআগে এ উপলক্ষ্যে দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আব্দুল্যাহ আল ফারাবীর সভাপতিত্বে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রশিদ, হিসাব রক্ষক আব্দুল হাই, সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. হারুন আর রশিদ প্রমুখ।

লালমোহননিউজ/ -এইচপি